মোংলা এবং রামপাল এর সকল ফ্রিল্যান্সারদের মিলন মেলা
মোংলা এবং রামপাল উপজেলায় বসবাসরত যে সকল ফ্রিল্যান্সার রয়েছেন তাদের সকলের একটি মিলন মেলার আয়োজন। সেই সাথে আমাদের উপজেলার যে সকল ভাই ও বোনেরা এই পেশায় আসতে চান অথবা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান সকলের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠনের লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
বর্তমান সময়ে বিশ্বব্যাপী অনলাইন কার্যক্রমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার, মোবাইল এবং ইন্টারনেট ছাড়া একটা দিনও চলার কথা অনেকেই চিন্তা করতে পারবেন না। তবে গ্রামের বেশিরভাগ মানুষ এই ডিভাইস গুলো শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করে থাকেন। তাদের ধারনার বাইরেও যে একটা জগৎ আছে সেটি সম্পর্কে অনেকেই জানেন না। ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করে যে কেউই স্বাবলম্বী হতে পারেন এবং একটি সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে পারেন। কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং সুযোগের অভাবে গ্রামীন জনগোষ্ঠীর একটা বিপুল সংখ্যক মানুষ এই সকল সুযোগের থেকে পিছিয়ে আছেন। তাই সময় নষ্ট না করে একজন দক্ষ মেন্টরের গাইডলাইন নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে কাজ শুরু করা এখন শুধুমাত্র সময়ের ব্যবধান।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে স্কিল ডেভলপমেন্ট করা, সঠিক গাইড লাইন ও অভিজ্ঞ মেন্টরের দরকার যা প্রতিটি মানুয়ের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে। সময়োপযোগী ও মান সম্পন্ন কোর্স এর মাধমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আমরা যারা মোংলা-রামপাল উপজেলায় এই কাজের সাথে জড়িত আছি তারা সকলে মিলে আমাদের উপজেলার মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং এ বিষয়ক সকল ধরনের সাপোর্ট দিতে চাই।
স্থান এবং সময়
উক্ত মেলার উদেশ্য এবং আসন্য ফলাফল সমূহ
- উক্ত মেলার উদেশ্য সমূহ:
১. মোংলা এবং রামপাল উপজেলার সকল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের একত্রিকরণ।
২. নিজেদের ভিতর যোগাযোগ বৃদ্ধি করা।
৩. একে অন্যের কাজ সম্পর্কে জানা।
৪. কাজের পরিসর বিস্তৃত করা।
৫. নুতন প্রজন্মের যারা কাজ শিখতে চায় তাদের খুঁজে বের করা।
৬. নুতনদের সঠিক দিক নির্দেশনা সহ সহযোগীতা করা।
৭. নিজেদের উপজেলার মানুষের জন্য কিছু করা।উক্ত মেলার আসন্য ফলাফল সমূহ:
১. খুব সহজেই মোংলা এবং রামপাল উপজেলার সকল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের খুঁজে বের করা যাবে।
২. নুতন ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সঠিক দিক নির্দেশনা সহ সহযোগীতা পাবে।
৩. নুতনদের আগমন ঘটবে।
৪. নুতন ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা কাজের জন্য আরোও বেশি সুগঠিত হবে।
৫. বেকার জনগোষ্ঠির কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
৬. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অনলাইনের সহায়তা নিয়ে নিজেদের ব্যবসার পরিসর বড় করতে পারবেন।
মেলার স্পন্সরগনের অংশগ্রহন এবং যে সকল সুবিধা প্রদান করা হবে
- উক্ত মেলার অংশগ্রহনের জন্য নির্ধারিত সময়ের ভিতর উপজেলা নির্বাহী মহোদয় এর কার্যালয় (আই.সি.টি বিভাগ প্রধান- সৌমিত্র বিশ্বাস) অথবা আয়োজক কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
- যোগাযোগের পরই বিস্তারিত তথ্য এবং স্পন্সরগনের সুযোগ সুবিধা সম্পর্কে জানানো হবে।